Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আব্দুল জব্বারের অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:৫৫ এএম

চার মাস ধরে ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন জনপ্রিয় সংগীতশিল্পী আবদুল জব্বার। শনিবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান প্রফেসর দেবব্রত বণিক বলেছেন, তার শরীরের বিভিন্ন অঙ্গ খুব দ্রæত অকার্যকর হয়ে পড়ছে। শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যেকোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার বলেন, আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনোভাবেই এর উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। অপর ছেলে বাবু জব্বার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবার অবস্থা খুবই খারাপ। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। শিল্পীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ বহু জনপ্রিয় গানের শিল্পী আব্দুল জব্বার ছিলেন স্বাধীনতাযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী ভূষিত হয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায়।###



 

Show all comments
  • মনির ২৭ আগস্ট, ২০১৭, ৩:১৪ পিএম says : 0
    আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন
    Total Reply(0) Reply
  • রাসেল ২৭ আগস্ট, ২০১৭, ৩:১৪ পিএম says : 0
    আসুন সবাই তার জন্য দোয়া করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ