Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতারক আটক

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তারা নিজেকে কখনো পুলিশ সুপার, কখনো সাংবাদিক, আবার কখনো মেডিকেল টিমের চিকিৎসক, একই সাথে বিআরটিএ কর্মকর্তা, সার্জেন্ট, ডিবি কর্মকর্তা, বিএসটিআই কর্মকর্তা ও ছাত্রলীগের সভাপতি বলে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকার মানুষদের কাছ থেকে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। প্রতারক এই চক্রটির তিন সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন আখাউড়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল কালাম আজাদ (৩৪), একই গ্রামের মৃত মদন ভ‚ঁইয়ার ছেলে মনির হোসেন (৩২) ও সরাইল উপজেলার শাহবাজপুর পাঠান বাড়ির সিরাজুল ইসলাম খানের ছেলে ইমতিয়াজ আহমেদ খান জনি (৩২)। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন প্রতারককে আটকের বিষয়টি জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ