Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে হাটের টিনসেড সংস্কারে অনিয়ম

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের গোল্লাপাড়া হাটের মাছ পট্ট্রির টিনসেড সংস্কারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে গতকাল শনিবার স্থানীয় মাছ ব্যবসায়ীরা ডাকযোগে স্থানীয় এমপি ও ডিডিএলজি’র কাছে লিখিত অভিযোগ করেছে। স্থানীয় মাছ ব্যবসায়ীরা সিডিউল ও স্টিমেট অনুযায়ী কাজ বুঝে নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। মাছ ব্যবসায়ীদের অভিযোগ ১৮০০ টাকা সেপটি মূল্যর কাঠ ব্যবহার করার কথা বলা হলেও মাত্র ৭০০ টাকা সেপটি মূল্যর নিম্নমাণের কাঠ ব্যবহার করা হচ্ছে। এদিকে সংস্কার কাজে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করায় মাছ ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরেজমিন পরিদর্শন করা হলে অভিযোগের সতত্য পাওয়া যাবে বলেও তাঁরা দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাছ ব্যবসায়ী জানান, তানোর পৌরসভা থেকে গোল্লাপাড়া হাটের মাছ পট্ট্রির চিনসেড সংস্কার (মেরামত) করার জন্য প্রায় সাড়ে ৮ লাখ টাকার দরপত্র আহবান করা হয় ও লটারিতে রাজশাহীর ছোটবন গ্রামের মহরম কার্যাদেশ পায়। কিšত্ত তানোর পৌর মেয়রর অনুগত নজরুল ইসলাম (অলিখিত চুক্তির মাধ্যমে) প্রায় ৩ লাখ টাকায় কার্যাদেশ কিনে নিয়ে মেরামত কাজ শুরু করেছে। আর উচ্চমূল্য কাজ কিনে এখন মুনাফার করার জন্য একেবারে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করছে। এসবের প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজি মামলার হুমকি দিচ্ছেন তাই প্রভাবশালী নজরুলের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীরা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি, তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান। এব্যাপারে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ