Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেলুদা সিরিজ এবার বাংলাদেশে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

এখন পর্যন্ত ফেলুদা নিয়ে ১৮টি ছোট গল্প ও ১৭টি উপন্যাস লিখেছেন সত্যজিৎ রায়। এছাড়াও, ফেলুদা নিয়ে দু’টি চলচ্চিত্র সোনার কেল্লা (১৯৭৪) ও জয় বাবা ফেলুনাথ (১৯৭৯) নির্মাণ করেছেন তিনি। এছাড়াও, সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় ফেলুদার রোমাঞ্চকর কাহিনী নিয়ে পাঁচটি চলচ্চিত্র ও ১০টি টেলিভিশন চলচ্চিত্র নির্মাণ করেছেন। ফেলুদার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে ফেলুদা চরিত্রে প্রতিভাবান সব শিল্পীরা অভিনয় করেছেন। কিন্তু পর্দায় সবচেয়ে সফলভাবে ফেলুদাকে ফুটিয়ে তুলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী। ফেলুদার ক্লাসিক কিংবা টেলিভিশন থেকে বেরিয়ে সত্যজিৎ রায়ের কিংবদন্তী চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র বা ফেলুদা নতুন রূপে আরও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে আসছে আমাদের কাছে। যেখানে ফেলুদা চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর তোপসে চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেন। এবার বাংলাদেশে জটিল সব রহস্যের সমাধান করবে ফেলুদা। ঈদে ফেলুদা ভক্তদের জন্য গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ নিয়ে এসেছে ফেলুদার নতুন এ ওয়েব সিরিজ। এ ব্যাপারে সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে ক্যান্ডি প্রডাকশন লিমিটেড এবং বঙ্গ-স্টেলার ডিজিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ক্যান্ডি প্রডাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়াল শাকিল ও বঙ্গ-স্টেলার ডিজিটাল লিমিটেডের হেড অব কনটেন্ট কারেল কুপারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বায়োস্কোপের প্রাডাক্ট ম্যানেজার রাফায়েল মাহবুব এবং ক্যান্ডি প্রডাকশনের মিডিয়া ম্যানেজার শিকদার ওয়াহিদুজ্জামান। এ নিয়ে গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল এন্টারটেইনমেন্ট মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, ‘ফেলুদা নিঃসন্দেহে সবচেয়ে প্রতিভাবান বাঙালি চরিত্রগুলোর মধ্যে অন্যতম। এমন কোন শিক্ষিত বাঙালি পাওয়া বিরল যে কখনও ফেলুদার নাম শোনেনি কিংবা এমন কোন বইপ্রেমী খুঁজে পাওয়া যাবে না, যে অন্তত কিংবদন্তী এ গোয়েন্দার একটি গল্পও পড়েনি। আমি ব্যক্তিগতভাবে ফেলুদা চরিত্র এবং ফেলুদার নির্মাতা সত্যজিৎ রায়ের বিশাল বড় ভক্ত। এবার আমরা ফেলুদাকে দেখব বাংলাদেশে নানা সমস্যার সমাধান করতে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিভাবান সব অভিনেতারা অভিনয় করছেন ফেলুদার নতুন সিরিজে। পাশাপাশি, ফেলুদার গল্পকে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে দর্শককে অভুতপূর্ব এক অভিজ্ঞতা দিতে কাজ এর পেছনে কাজ করছে সব দক্ষ ফেলুদা ভক্তরা।’ ফেলুদা ভক্তদের জন্য বায়োস্কোপের এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে বাংলাদেশে নির্মিতব্য ফেলুদা সিরিজে থাকছে চারটি পর্ব। বায়োস্কোপ লাইভ টিভি অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল ফোনেও ফেলুদা ভক্তরা এ সিরিজ দেখতে পারবেন। এছাড়াও, বায়োস্কোপের ওয়েবসাইটেও সবগুলো পর্ব দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ