Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করলেন অনন্ত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিলেন চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল। গত বৃহ¯পতিবার দুপুর দুইটার দিকে তিনি হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানে তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ২৪০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেন তিনি। এরমধ্যে থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেন। চিলমারীর হেলিপ্যাডে অবতরণ করার পর অনন্ত জলিল বলেন, বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে আমি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার। সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, আমি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ আছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ