বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : পুরান ঢাকার বংশাল রোডের একটি রেস্তোরা থেকে এক কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে আল আরাফাত নামের রেস্তোরা থেকে আনোয়ার হোসেন (৩০) নামে কর্মীকে গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হোটেল ভবনের দোতলায় নিজের কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বংশাল থানার ওসি সাহিদুর রহমান বলেন, সকালে হোটেলের কর্মচারীরা আনোয়ারের কক্ষে গিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ওসি বলেন, মনে হচ্ছে, রাতের কোনো এক সময় মাথায় মসলা বাটার পাথর দিয়ে আঘাত করার পর তাকে জবাই করা হয়। কে বা কারা কী কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা নিশ্চিত না হলেও রেস্তোরাটির এক কর্মীকে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে হোটেলের ওই কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ওই কর্মচারী তাকে হত্যা করে পালিয়ে গেছে। সন্দেহভাজন ওই কর্মীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি জানান। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।