Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধ আর্ট গ্যালারিতে আর্ট এন্ড কালচারাল ক্যাম্প

বন্যাদুর্গতদের সাহায্যার্থে

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: ‘দুর্গত মানুষের পাশে দাঁড়ান’- এই শিরোনামকে প্রতিপাদ্য করে মুক্তিযুদ্ধ একাডেমি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে দুদিনব্যাপী আর্ট এন্ড কালচারাল ক্যাম্প। গত শুক্রবার ক্যাম্পের উদ্বোধন করেন চুকনগর কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ বি এম শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কাজী রোজি এম পি, সাবেক এমপি কবি রুবি রহমান, সাবেক সচিব কবি আজিজুর রহমান আজিজ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, ড. এ বি এম আমানুল্যাহ্ প্রমুখ। আলোচনা করেন শিল্পী সামিনা, শিল্পী তড়িৎ বড়ুয়া, শিল্পী টাইগার নাজির এবং কবি আনিস মুহম্মদ। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ। বন্যার্তদের সাহায্যার্থে পরিচালিত মুক্তিযুদ্ধ একাডেমি আর্ট গ্যালারির এই ‘আর্ট এন্ড কালচারাল ক্যাম্প গত শুক্রবার সকাল এগারোটায় শুরু হয়ে দিনব্যাপী চলে এবং গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় শেষ হয়। আজ রোববার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ একাডেমি আর্ট গ্যালারিতে শুরু হবে মাসব্যাপী প্রদর্শনী। আর্ট এন্ড কালচারাল ক্যাম্পে অঙ্কিত ছবিসমূহ প্রদর্শন ও বিক্রয় করা হবে। বিক্রিত অর্থ বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে জানান একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ