Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতের মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে-মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশু জবেহকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিবদের এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সকালে নগর ভবনের জিআইজেড সভা কক্ষে অনুষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, ঈদুল আযহায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাসিকের কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী সকলকে এই বিষয়ে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। মধ্য রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণ করে পরের দিন যেন পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকে সেজন্য এ কাজে নিয়োজিত সকলকে নিজ নিজ অবস্থানে থেকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে পশু কোরবানী নিশ্চিতকরণ, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কোরবানীর বর্জ্য সংরক্ষণে নগরবাসীকে পলিব্যাগের সহযোগিতা প্রদান করবে। এ কার্যক্রমকে আরও গতিশীল রাখতে সার্বক্ষণিক মনিটরিং এর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ঈদুল আযহার দিন বিকাল ৪ টা হতে সিটি কর্পোরেশন কন্ট্রোল রুমের সাহায্যে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। আরও বক্তব্য রাখেন পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ