Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহতদের স্মরণে শোক র‌্যালি

‘স্থায়ী সম্পদ ধ্বংস করে ফুলবাড়ীতে কয়লা খনি চাই না’

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ২৬ আগস্ট ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের শোক দিবস উপলক্ষে ফুলবাড়ীবাসীর প্রাণের দাবি “স্থায়ী সম্পদ ধ্বংস করে ফুলবাড়ীতে কয়লা খনি চাই না” শ্লোাগানকে সামনে রেখে স্থানীয় সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসী এবং অপরদিকে “উন্মুক্ত না ,বিদেশী না , রপ্তানী না” শ্লোাগানকে সামনে রেখে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
স্থানীয় অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সামনে গণজমায়েত, কালো ব্যাচ ধারন, শোক র‌্যালী ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ, শপথ গ্রহণ,প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও দোয়া মাহফিল। সকাল সাড়ে ১০টায় স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীর বিভিন্ন অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর আহŸায়ক থানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ময়েজ উদ্দিন, ফুলবাড়ী থানা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি ফারুক আহম্মেদ,ফুলবাড়ী টিউবওয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ রহমান, জুয়েলার্স মালিক সমিতির সভাপতি মানিক মন্ডল, ডেকোরেটর মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন, ফুলবাড়ী হকার্স সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর পক্ষে শপথ বাক্য পাঠ করান মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক। সবশেষে বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়। দাবী সমূহের মধ্যে রয়েছে, স্থায়ী সম্পদ ধ্বংস করে ফুলবাড়ীতে কয়লাখনি চাই না, ফুলবাড়ী থেকে অবিলম্বে এশিয়া এনার্জীর অফিস ও পরীক্ষাগার প্রত্যাহার, ২০০৬ সালের ২৬ আগস্ট প্রশাসন কর্তৃক গুলিতে হতাহত ও পঙ্গুত্ববরণকারীসহ পুরো ঘটনার সরকারীভাবে তদন্ত রিপোর্ট অবিলম্বে জনসম্মুখে প্রকাশ,স্মৃতিস্তম্ভের কাজে উন্নয়ন, সংরক্ষণ ও সবসময় জনসাধারণের জন্য উন্মুক্তকরণসহ ব্যবহার উপযোগী করে রাখা,ফুলবাড়ী কয়লাখনি নিয়ে ষড়যন্ত্রকারী দালালদের চিহ্নিতকরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
অপরদিকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচী ছিল সকাল ৯.০০ টায় নিমতলা মোড়ে জমায়েত,কালো ব্যাজ ধারণ,শোক র‌্যালী ও স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পন এবং সবশেষে নিমতলা মোড়ে বেলা ১১টায় সমাবেশ করে। উক্ত সমাবেশে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহŸায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে কেন্দ্রিয় জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন ১১ বছর আগে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই সময়ে বিএনপি-জামায়াত সরকারের সাথে আন্দোলনকারীদের যে চুক্তি হয়েছিল তা এখনও বাস্তবায়ন করা হয়নি। বরং এখন চুক্তি ভঙ্গ করে বিভিন্ন অপকর্মকান্ড চালানো হচ্ছে। আর তাই আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার,এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার,উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি নিষিদ্ধসহ বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে তারা ১১তম বছর পালন করছেন। তিনি আরও বলেন,দাবি বাস্তবায়নে দালালদের অপতৎপরতা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জিকে বহিস্কারের ঘোষণা না হলে নতুন করে আন্দোলন কর্মসূচীতে যাওয়া ছাড়া কোন উপায় থাকবেনা। পাশাপাশি তিনি অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন,সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহাদৎ হোসেন, গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা টিপু বিশ্বাস, কমিউনিষ্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, বাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী ফ্রন্ট সভাপতি মোসরেকা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েত সাকি, সিপিবি’র কেন্দ্রীয় নেতা নুর আহমেদ বকুল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ