Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে বীজ ও সার বিতরণ

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুর্নবাসনে রোপা আমন কমিউনিটি বীজতলা স্থাপনের লক্ষে গতকাল শুক্রবার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় কর্মসূচির অনুষ্ঠান বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন ও জিয়াউল ফেরদৌস রাইট, কৃষি কর্মকর্তা মাহাবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী বিপ্লব, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আরজেনা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাধানাধ দাস ও কৃষক দুলাল হোসন প্রমুখ। শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ১ হাজার কেজি বীজ, ২শ কেজি ডিএপি সার ও ১শ কেজি এমওপি সার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ