Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারে একটি ফ্লাট বাসায় অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার জুলহাস মিয়ার ৫তলা বাড়ীর নীচ তলার ফ্লাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গোয়েন্দা পুলিশ তাদের ফøাট তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান সুটারগান, দুটি ম্যাগজিন ও পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ওমর ফারুক (৩৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি এএফএম সায়েদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে জয়নাবাড়ী এলাকার জুলহাসের ৫তলা বাড়ীর নীচ তলার ফ্লাটে অভিযান চালানো হয়। তখন ওই ফ্লাট তল্লাশী করে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ওমর ফারুক ও বোরহান উদ্দিন নামে দুই সন্ত্রাসীকে।


হিলিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলি সরকারি খাদ্য গুদামের বারান্দা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে হাকিমপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। স্থানীয়রা জানায়, ষ্টেশন রোডের বাংলাহিলি সরকারি খাদ্য গুদামের এফ,এস-৩ নং গুদামের বারান্দায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ