Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে পানিতে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ৬:০৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ঝুমু আক্তার (১১) ও শুভ মিয়া (৭) নামে সহোদর ভাই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা বহুরিয়া গ্রামের শওকত আলীর সন্তান।
জানা গেছে, শনিবার দুপুরে সহোদর ওই দুই ভাই বোন ভেলা নিয়ে বাড়ির পাশে বিলে শাপলা তুলতে যায়। শাপলা তুলার সময় প্রথমে শুভ পানিতে পড়ে যায়। তাকে তোলার জন্য বোন ঝুমু চেষ্টা করে সেও পানিতে পড়ে যায়। এতে পানিতে ডুবে দু’জনেরই মৃত্যু হয়। প্রতিবেশীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে বলে জানা গেছে।
এদিকে পানিতে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ