Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে পিকআপে-ট্রেনের ধাক্কায় নিহত ২, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ৬:০৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসে-ট্রেনের ধাক্কায় অন্তত দু’জন নিহত হয়েছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার বেলা ৩টার দিকে কালিয়াকৈরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ও তার সহকারী। তাদের একজনের নাম বাবু বলে জানা গেলেও তিনি চালক না সহকারী তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান জানান, বেলা আড়াইটার দিকে রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি হঠাৎ থেমে যায়। এ সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষের পর পিকআপটি ট্রেনের সঙ্গে আটকে যায়।

“ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পিকআপটি হেঁচড়ে নিয়ে যায় ট্রেন। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়।”

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান তিনি।

জয়দেবপুর রেল জংশনের মাস্টার মো. শাহজাহান জানান, ওই রেলক্রসিংটি অরক্ষিত এবং কোনো গেইটম্যান ছিল না। ঘটনার পর থেকে রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

ফলে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুইটি আশে-পাশের স্টেশনে যাত্রাবিরতি করছে বলে জানান তিনি।


ফলে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুইটি আশে-পাশের স্টেশনে যাত্রাবিরতি করছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ