বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কারামুক্ত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তা আদালত অবমাননার সামিল। আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। এ রায়ের পর বর্তমান সরকারের চেহারা জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে। এ রায়ের পর সরকারের পদত্যাগ করা উচিত ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।