বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস চায়ের দোকানে ঢুকে পড়ায় চাপা পড়ে আব্দুল হান্নান (৩০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫জন আহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গার পাঁচলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান সলঙ্গা থানার পাঁচলিয়া পুর্বপাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের বাবু মিয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক আব্দুল হান্নান বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চায়ের দোকানে থাকা আব্দুল হালিমসহ আরো অন্তত ৫জন আহত হয়। গুরুত্বর অবস্থায় হালিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর থানা হেফাজতে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।