Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে আহত ২ : ইউপি চেয়ারম্যান আটক

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে। এতে মোঃ নাজিম উদ্দিন(৬৩)নামে এক আওয়ামীলীগ সমর্থক গুলিবিদ্ধসহ ২জন আহত হয়েছে। চরআলগী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাসুদুজ্জামান মাসুদ(৪৩)কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এ ঘটনাকে কেন্দ্র করে ।
জানা গেছে, জেলা আওয়ামীলীগ গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহ সদরের কালো পতাকা মিছিলে যোগদানকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল গ্রæপের নেতা-কর্মী ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল গ্রæপের নেতাকর্মীরা শুক্রবার সকালে বাক-বিত-ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সকাল ১০টার দিকে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বড়ইতলা বাজারে দুই গ্রæপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোঃ নাজিম উদ্দিন নামে এক আওয়ামীলীগ সমর্থক প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ হয়। সকাল ১১টার দিকে রেলষ্টেশন চত্বরে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় সাকিব(২২)নামে এক যুবলীগ কর্মী আহত হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুপুর ১টার দিকে গফরগাঁও পৌরশহরে ৫নং ওর্য়াডের মধ্য বাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চরআলগী ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও গফরগাঁও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল বলেন, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ রয়েছে । এখানে কোন ধরনের ভেদাভেদ নেই। আমরা বর্তমান জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে আওয়ামীলীগ শক্তিশালী সংগঠন হিসেবে শক্তিশালী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ