Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে দুটি দেশীয় প্রজাতির ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ৪ লাখ টাকা

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা: চাটখিলে দুটি দেশীয় প্রজাতির ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ৪ লাখ টাকা। উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের দিঘির দক্ষিণ পাড়ে পাটওয়ারী বাড়ীর মোঃ শাহজাহান সিদ্দিক খোকনের ফার্মে দেশীয় প্রজাতির ষাঁড় দুটি পালন করা হয়। প্রায় তিন বছর আগে ১ লাখ ১১ হাজার টাকা দিয়ে একই ইউনিয়নের সপ্তগাঁওÑমানিকপুর থেকে ষাঁড় দুটি ক্রয় করা হয়। খোকন ও তার ভাই মিলে অত্যন্ত যতন করে ষাঁড় দুটি লালন পালন করেন। তাছাড়া পাটওয়ারী বাড়ীর সামনে শাহজাহান পাটওয়ারী খোকনের “পাটওয়ারী ট্রেডার্স” নামে বিশাল মাছ ও গবাদি পশুর খাদ্য ব্যবসা রয়েছে। অঝো পাড়া গ্রামে এ বিশাল মৎস ও পশু খাদ্য ভান্ডার গড়ে উঠায় এখানকার বেকার যুবকরা মাছ ও পশু গবাদি পশু চাষে উৎসাহী হয়ে উঠেছে। কয়েকজন যুবকের সাথে কথা বললে তার বলেন, আসলে মৎস ও গবাদি পশু খাদ্য সহজ লভ্য হওয়ায় আমরা মাছ চাষ ও খামার করতে প্রেরণা পাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ