Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে সাপের কামড়ে যুবকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুÐে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট দারোগারহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোঃ নজরুল ইসলাম (২৫) উপজেলার ছোট দারোগারহাট কলাবাড়ীয়া এলাকায় একরামুল হক ভুঁইয়ার পুত্র। বারৈয়াঢালা ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন, সে অন্যান্য দিনের মত তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এতে তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সীতাকুÐে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার সময় কুমিরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সীতাকুÐ থানার এসআই মোঃ গোলাম আজম ভূঁইয়া জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহীম(৩৮) ওরফে বোছা মিয়া কুমিরা সমুদ্র উপকূলের একটি শিপ ইয়াার্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পৌরসভাস্থ ইদিলপুর এলাকার বাসিন্দা ইসহাকের পুত্র। ২০১০ সালের একটি মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সে। পালিয়ে থাকায় এতো দিন তাকে গ্রেফতার করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ