বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে পুলিশের বিরুদ্ধে জমি দখলকারীকে সহযোগিতার অভিযোগ উঠেছে। পুািলশ ওই দখলদারের পক্ষ নিয়ে জমির মালিককে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জমির মালিক এক মহিলা অভিযোগ করেছেন। ওই মহিলা বলেছেন অবৈধ দখলদারদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে তিনি এ ব্যপারে আদালতে মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মনজু বেগম নামের এক নারী ও তার পরিবার। এ সময় উপস্থিত ছিলেন মনজু বেগম, তার ভাগ্নে ফারুক হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনজু বেগমের ছেলে হাবিবুল বাশার বলেন, ১৯৭৪ সালে তার মা মনজু বেগম মিরপুর-২ নম্বরের ৭৯১ মধ্য মনিপুরে নাগিনা রহমান নামের এক মহিলার কাছে থেকে ১২ হাজার টাকা দিয়ে পাঁচ কাঠা জমি ক্রয় করেন। ওই জমিতে মোট ১৮টি টিনশেড ঘর তৈরি করে তাদের পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করছেন এবং ৬টি টিনশেড ভাড়া দেয়া হয়েছে। কিন্তু চলতি বছরের গত ১৯ জুন স্থানীয় জামায়াত-শিবির নেতা ওসমান মৃধা ওই জমি নিজের বলে দাবি করেন। হাবিবুল বাশার আরো বলেন, ১৫ জুলাই মিরপুর থানা পুলিশের সহযোগীতায় সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে টিনশেড ঘরগুলো ভেঙ্গে দেয় ওসমান মৃধা। সংবাদ সম্মেলনে মনজু বেগম জানান, পুলিশের সামনেই ওসমান ও তার লোকেরা বাসায় ঢুকে শিশুসহ নারীদের মারধর করে ঘর থেকে মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় আমরা বাসার বাহিরে ছিলাম। পরে আমরা অর্ধ-ভাঙা সাতটি কক্ষ মেরামত করে আমরা বসবাস করে আসছি। হাবিবুল রাশারের অভিযোগ,এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ উল্টো মাদক মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। পরে বাধ্য হয়ে তার মা মনজু বেগম আদালতে মামলা দায়ের করেন। কিন্তু তাতেও কোন লাভ হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ ওসমানের পক্ষ নিচ্ছে। পুলিশের উপস্থিতিতে ওসমানের লোকজন প্রায় দিনই রাত ১২টার পর ঘরের চালার উপর ইট নিক্ষেপ করে এবং ঘর ছেড়ে চলে যেতে বলে। অভিযোগের বিষয়ে মিরপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়টি নিয়ে দুই পক্ষই অভিযোগ করছে। একপক্ষ ফোন করে বলেন, আমাদের উপর হামলা চালাচ্ছে। আবার অন্য পক্ষ বলছে আমাদের আমার জমিতে কাজ করতে দিচ্ছেন না। তাদের উভয়পক্ষকে আদালতের মাধ্যমের জমির মালিকানা ঠিক করতে অনুরোধ করা হয়েছে। তার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে উল্লেখ করে ওসি নজরুল বলেন, যতবার পুলিশ ঘটনাস্থলে গেছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে গেছে। কোন পক্ষকে সার্পোট করার জন্য যায়নি। আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।