Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানারাত কলেজে পদার্থবিদ্যা অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মানারাত কলেজে অনুষ্ঠিত হয়েছে পদার্থবিদ্যা অলিম্পিয়ার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ উৎসবে অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড সেভেন থেকে এ লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কুইজ প্রতিযোগিতা, অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. মীর আকরামুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মেহদী হাসান প্রমানিক, পিএসসি মানারাত ট্রাস্টের সচিব এবি জাফর আহমদ, ভাইস প্রিন্সিপাল ফাতেমা জেমাইমা রহমান, বালক ও বালিকা শাখার কো-অর্ডিনেটর যথাক্রমে মোহাম্মদ রায়হান উদ্দিন ও আয়েশা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মীর আকরামুজ্জামান বলেন, পদার্থবিদ্যা পড়লে অনেক কিছু বোঝা যায়, যা ব্যবসায় প্রশাসনে পড়লেও যায় না। তাই পদার্থবিদ্যাকে বলা হয় সব বিষয়ের রাজা ও সব রাজাদের পাঠযোগ্য বিষয়। পৃথিবীর সেরা পাঁচটি আবিস্কারের তিনটি পদার্থবিদ্যার। প্রথম নোবেল পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন ছিলেন পদার্থবিদ। পদার্থবিদ্যা অনেক সমস্যার সমাধান করতে পারে। এ পদার্থবিদ্যাই বন্ধ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
প্রতিযোগিতায় বিভিন্ন গ্রæপে প্রথম পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, নাসিতা জামান, সাফিয়া কাজী, সুমাইয়া ইসলাম, আসমা রহমান, শাফকাত তাশরিফ, নাবিল চৌধুরী, সাবাত হোসাইন কাইফি ও সৈয়দ তাজমিলুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ