Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মির ইস্যুতে নাক গলাবে না ওয়াশিংটন

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও ভারতকে সরাসরি আলোচনায় বসার আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিডার ন্যুয়ার্ট বলেন, আমরা একটাই কাজ করতে পারি। তা হলো, উত্তেজনা প্রশমনে দুই দেশকে সরাসরি আলোচনার টেবিলে বসতে বলতে পারি বা এজন্য উৎসাহিত করতে পারি। অপর এক কবরে বলা হয়, কাশ্মির ইস্যু নিয়ে কোনও ভাবেই নাক গলাবে না যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, তারা আগেও যেমন চেয়েছে এখনও চায় যে ভারত-পাকিস্তান আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করুক। আফগানিস্তান নীতির সঙ্গে কাশ্মির ইস্যুকে মিলিয়ে ফেলার কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হোয়াইট হাউসের পররাষ্ট্র দফতরের মুখপাত্রকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল, কাশ্মির সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঠিক কী হতে চলেছে? এর উত্তরে ওই মুখপাত্র পরিষ্কার বলেছেন, আমেরিকার কাশ্মির নীতি কোনও ভাবেই বদলায়নি। আগেও যা ছিল, এখনও তা-ই আছে। তারা এখনও চায় ভারত-পাকিস্তান একসঙ্গে আলোচনায় বসে এই সমস্যার সমাধান করুক। উল্লেখ্য, এর আগে মার্কিন পাররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর লক্ষ্যে পাকিস্তান সংক্রান্ত বিষয়ে সৌহার্দ্য নিয়ে ভারত কিছু পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছিলেন। একইসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাদের ভূখÐ থেকে সন্ত্রাসের উৎপত্তি রোখার বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে ইসলামাবাদ সামরিক খাতে মার্কিন আর্থিক সাহায্য হারাতে পারে। এমনকি, নন-ন্যাটো শরিকের মর্যাদাও খোয়াতে হতে পারে। পাকিস্তান সম্পর্কে সৌহার্দ্য মূলক কী ধরনের পদক্ষেপের কথা টিলারসন বলেছিলেন, এ ব্যাপারে প্রশ্ন করা হলে ন্যুয়ার্ট বলেন, পুরো কৌশল এবং আফগানিস্তান পরিস্থিতি মোকাবেলার বিষয়টি আঞ্চলিক কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এতে ভারত ও পাকিস্তানকেও এর অন্তর্ভুক্ত হিসেবেই দেখা হচ্ছে। টিভি চ্যানেলে স¤প্রচারিত এক বার্তায় ট্রাম্প বলেছেন, ২০০১ সাল থেকে ভারত আফগানিস্তানকে প্রায় তিরিশ লাখ ডলার আর্থিক সহায়তা দিয়েছে। আমরা এর প্রশংসা করি। জঙ্গিদের মদদ দেওয়ার প্রশ্নে ট্রাম্পের সমালোচনার একটি সরকারি জবাব দিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই টেনে আনা হয়েছে কাশ্মির প্রসঙ্গ। ওই বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে কাশ্মির নিয়ে অনিশ্চয়তার মেঘ না কাটলে দক্ষিণ এশিয়ায় স্থিতাবস্থা আসা সম্ভব নয়। পিটিআই, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ