রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় ফ্ল্যাট বাড়ির তালা ভেঙে বাড়ির মালামাল চুরি করার সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১৩ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল সেট ও চুরির কাজে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এ তথ্য জানায় ডিবি। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সদর, বন্দর ও ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের মতলব থানার মৃত ওয়াজউদ্দিনের ছেলে শামীম হোসেন ওরফে সামু (৩৯) ও মামুন (৪২), বন্দরের গঙ্গাকুল কুমারপাড়া এলাকার মৃত কালু শেখের ছেলে শ্যামল শেখ (৩৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার আনন্দপুর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে সেলিম (৪২)। ডিবির উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল বন্দর ও ফতুল্লা থানার চুরির মামলার মালামাল। মামলা দু’টি ডিবিতে হস্তান্তর করার পরই ডিবি সদস্যরা আসামিদের গ্রেফতারে ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে। সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন বাড়িতে কখনো ফেরি করে বিক্রেতা ও বিভিন্ন মসজিদের চাঁদা তোলার নামে গিয়ে বাড়ি টার্গেট করে আসতো, পরে সুযোগ বুঝে চুরি করতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।