রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালা না মানার অভিযোগ উঠেছে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। নীতিমালায় পদোন্নতির জন্য সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকলেও নির্দিষ্ট এক প্রার্থীর ক্ষেত্রে সেই সময়সীমা না মেনে পদোন্নতি দেওয়ার জন্য বোর্ড ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ। জানা যায়, কর্মকর্তাদের পদোন্নতির জন্য ৫২ তম সিন্ডিকেট সভায় একটি সংশোধিত নীতিমালা গৃহীত হয়। নীতিমালা অনুযায়ী শাখা কর্মকর্তা(সেকশন অফিসার) থেকে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতির জন্য সংশ্রিষ্ট ব্যক্তির ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে ৪ বছর এ বিশ্ববিদ্যালয়েই কাজ করতে হবে। তবে দেখা যায়, বিশেষ এক প্রার্থীর ক্ষেত্রে এ নীতিমালা মানছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেকশন অফিসার জাকির হোসেনের ক্ষেত্রে দেখা যায়, তিনি ২০১৩ সালের ১৫ জানুয়ারী শাখা কর্মকর্তা হিসেবে যোগ দান করেন। একই সময়ে আরো কয়েকজন ব্যক্তিও কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাকুরীর সময়সীমা অনুযায়ী তার চাকরির বয়স ৪ বছর ৭ মাস। পূর্বের চাকরির অভিজ্ঞতা ত্রæটিপূর্ণ থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সেই অভিজ্ঞতা গ্রহণ করেনি বলে জানা যায়। ফলে নিয়মতান্ত্রিকভাবে জাকির হোসেনের পদোন্নতির জন্য অভিজ্ঞতা পূর্ণ হয়নি। কিন্তু দেখা যায় তার পদোন্নতির জন্যই শনিবার বোর্ড ডাকা হয়েছে বলে সংস্থাপন শাখা থেকে জানা যায়। শুধু তাই নয় সকালে পদোন্নতির ভাইবা বোর্ডের পর পরই অনুষ্ঠিত হবে সিন্ডিকেটের ৬৭তম সভা। এনিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ। নাম প্রকাশ না করা শর্তে একাধিক কর্মকর্তা বলেন, ‘উপাচার্য নিজেই পদোন্নতির নিয়ম মানেন না।’ অনেক কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি তিনি জোরপূর্বক আটকে রেখেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী। ঐ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী বলেন, ‘বিষয়টি যথাযথভাবে দেখা হবে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব মো: মজিবুর রহমান মজুমদার বলেন,‘জাকির হোসেনের পাঁচ বছর পূর্ণ হয়নি। তার পূর্বের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা যথাযথ না হওয়ায় তা গ্রহণ করা হয়নি।’ এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন না তোলায় কথা বলা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।