রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ভ‚ঁইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠার পর অবশেষে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে, তার বিরুদ্ধে সরকারি কেনাকাটায় দুর্নীতি, নিয়োগ ও বদলি বাণিজ্য, গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ কারণে তাকে বদলি করা হয়েছে। গত রোববার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মানবসম্পদ পরিচালক দহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাকে ঢাকায় এ বদলি করা হয়। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একাধিক কর্মকর্তা, গ্রাহক ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এবং মন্ত্রীকে দেয়া অভিযোগপত্র থেকে জানা যায় আসসাদুজ্জামান ভ‚ঁইয়ার দুর্নীতির তথ্য। তার স্বেচ্ছাচারিতার কারণে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডুবতে বসে। এ অফিস দু’বছরেরও বেশি সময় ধরে লোকসান গুণছে। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে ১৩ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ১১ কোটি টাকা লোকসান হয়েছে। প্রায় সাড়ে তিন বছর একই অফিসে কর্মরত থাকাকালে তিনি তার অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় থাকা প্রতিটি পল্লী বিদ্যুৎ অফিসে তার দুর্নীতির বিস্তৃত রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম এ এইচএম মোবারক উল্লাহ জানান, পল্লী বিদ্যুৎ বোর্ডের দাপ্তরিক আদের্শে তাকে বদলী করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।