Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খানসামায় আগুনে পুড়েছে ৫০ বাড়ি, দগ্ধ ৩০

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের খানসামায় আগুন লেগে কমপক্ষে ৫০টি বাড়ি পুড়ে গেছে। আগুনে নারী-শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার ভেরভেরি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সাকিব চৌধুরী জানান, সরকারপাড়া গ্রামের লোলনী কুণ্ডের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে কমপক্ষে ৫০টি বাড়ি পুড়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশু ও নারীসহ ৩০-৩৫ জন দগ্ধ হয়। এদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানসামা উপজেলার নির্বাহী অফিসার সাজেদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণচন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ