Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কৃষকদের ভরসা এখন পাটখড়ি

ডোমারে বন্যায় ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ময়নুল হক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ভরসা এখন পাটখড়ির উপরে। বর্তমানে উপজেলার সব জায়গায় বন্যা, আর এই বন্যায় আক্রান্ত হয়ে নষ্ট ও পচে গেছে কৃষকদের ফসল। এতে দিশাহারা হয়ে পরেছে কৃষকেরা। তবে পাট চাষী কৃষকদের কিছুটা হলেও হতাশা থেকে মুক্ত করেছেন পাটখড়ি। ভালো দাম পাওয়ায় সংসারের খুচরা চাহিদা মেটাচ্ছেন পাটখড়ি বিক্রি করে। উপজেলার পূর্ব বামুনিয়া ইউনিয়নের বারোবিশা বামুনিয়া গ্রামের কৃষক আব্দুল মজিদ (৫০) জানান, আমাদের এই এলাকায় বর্তমান কৃষকরা আমন ধানের পাশাপাশি, বিভিন্ন শাকসবজি চাষাবাদ করে। সেই সাকসবজি বাজারে বিক্রি করে সংসারের খুচরা চাহিদা মিটায়। কিন্তু এবারের বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, এতে দিশাহারা হয়ে পড়েছে কৃষকেরা কিভাবে চলবে সামনের দিনগুলো? এখন দেখছি আল্লাহ্ আমাদের রুজি দাতা। তিনি আরো বলেন, আমি এবারে তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। ফলনও ভালই হয়েছে, তিন বিঘা জমিতে ২৫ মন পাট পেছি। বাজারে পাটের দামও ভালো যাচ্ছে, এখনে বিক্রি করলে ৭৫ হাজার টাকা পাওয়া যাবে। তবে এখন দেখছি পাটখড়ির চাহিদা একটু বেশি, গ্রামে ফড়িয়া পাইকাররা এসে খরিত করে নিয়ে যাচ্ছে, আমার ওই তিন বিঘা জমির পাটখড়ি প্রায় ১৫ হাজার টাকা বিক্রি করেছি। বর্তমানে পাটখড়ি বিক্রি করে ভালো দাম পাওয়ায় সংসারের খুচরা চাহিদা মেটাচ্ছেন পাটচাষীরা। একই কথা বললেন, বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ এলাকার এমদাদুল হক। পাট এবং পাটখড়ির বিষয়ে জানতে চাইলে, উপজেলা কৃষি অফিসার জাফর ইকবাল বলেন, ডোমার উপজেলায় কৃষকরা এ বছর ১ হাজার ৮শ’ হেক্টর জমিতে পাট চাষ করেছেন। যা গত বছরের তুলনায় অনেক বেশি। আবহাওযা অনুকূলে থাকায পাটগাছ মোটাতাজা এবং দ্রæত বেড়েই উঠেছে। তাতে পাটের উৎপাদন বেড়ে গেছে, পাটের পাশাপাশি ভালো দামে পাটখড়িও বিক্রি করছেন কৃষক। এতে আমি মনেকরি আগামীতে পাট চাষের উপরে ব্যাপক হারে উৎসাহ বারবে কৃষকদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ