রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশায় ১ হাজার টাকার ২১টি জাল নোটসহ রাজা মিয়া (৩২) নামে এক গরু ব্যাবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ধর্মপাশা-মধ্যনগর সড়কের পোষ্ট অফিস সংলগ্ন রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে। আটক রাজা মিয়া উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর কান্দাবাড়ি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে আটককৃত গরু ব্যাবসায়ী রাজা মিয়া তার একটি বহিরাগত এক ক্রেতার কাছে বিক্রী করেন। পরে তারা উভয়ই বিক্রিত গরুর টাকা লেন-দেন করার জন্য চলে যান গরু বাজারের অদূরে ধর্মপাশা- মধ্যনগর সড়ক সংলগ্ন পোষ্ট অফিসের সামনে গিয়ে রাজা মিয়া টাকা বুঝে নিয়ে চলে যান। এর কিছুক্ষণ পর রাজা মিয়া রাজা মিয়া এসে ক্রেতাকে জানায় তাকে ১ হাজার টাকার ৪টি জাল নোট দেয়া হয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পুলিশ সেখানে এসে রাজার মিয়ার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১ হাজার টাকার আরো ১৭টি জাল টাকার নোট উদ্ধার করে। ধর্মপাশা থানার এসআই মাহাবুব জানান, রাজা মিয়ার নামে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।