Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলের ভূঞাপুরে ৯শতাধিক পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ৬:১৮ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্যোগে সারা দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ও উপজেলা বিএনপি

শুক্রবার উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের চারটি পয়েন্টে দিনব্যাপী এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে ভূঞাপুর উপজেলার গাবসারা, চন্দুনি মাদ্রাসা, স্লুইসগেট ও কুঠিবয়ড়া এলাকায় প্রায় ৯শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু, চিড়া, গুড়, লবন, খাবার স্যালাইন, মোমবাতিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্যোগে সারা দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ও উপজেলা বিএনপি

শুক্রবার উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের চারটি পয়েন্টে দিনব্যাপী এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে ভূঞাপুর উপজেলার গাবসারা, চন্দুনি মাদ্রাসা, স্লুইসগেট ও কুঠিবয়ড়া এলাকায় প্রায় ৯শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু, চিড়া, গুড়, লবন, খাবার স্যালাইন, মোমবাতিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ