Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লাশ দাফন শেষে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১১:১৪ এএম

শহরের পাউকপাড়া কবরস্থানে লাশ দাফন শেষে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চান্দু মিয়া (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। ২৪ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে।সে এক সন্তানের জনক।শহরের নতুন জিমখানা রেলওয়ে কলোনিতে বসবাসরত এই যুবকের পিতার নাম জয়নাল মিয়।জানা গেছে ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে তাদের বাসার পিছনে এক মহিলা হৃদক্রিয়াবন্ধ হয়ে মারা যায়,এই মহিলাকে দাফন করতে সেও তার কয়েকজন বন্ধু মিলে শহরের পাইকপাড়া কবরস্থানে কবরখুড়তে যায়। লাশ দাফন শেষ করে সঙ্গীও বন্ধুদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে সাতার কাটার সময় সঙ্গীও বন্ধুরা সাতরে তীরে আসতে পারলেও চাঁন্দু নদীর প্রচণ্ড স্রোত সামলাতে না পেরে পানিতে তলিয়ে যায়।কিন্তু তীরে ফেরা বন্ধুরা এ ঘটনা চেপে যায়।বিকালে এ ঘটনা জানাজানি হলে স্বজনেরা নদীপারের বিভিন্নস্থানে খোঁজাখুজির পর না পেয়ে স্থানীয় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডাইরি করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা নিখোঁজ যুবকের পিতার বক্তব্য নথিভুক্ত না করে স্থানীয় ফায়ার সার্ভিস মন্ডলপাড়ায় যেতে বলেন।পরে শহরের মন্ডলপাড়া দমকল ডুবুরীর সহযোগিতা কামনা করেন নিখোঁজ যুবকের পিতা জয়নাল মিয়া,কিন্তু রাতে আলো সল্পতাও নদীরপ্রচণ্ড স্রোতের কারণে দমকল ডুবুরীদল তাদের উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি।এদিকে নিখোঁজ যুবকের স্বজনেরা ২৫ আগস্ট শুক্রবার সকালে পুনরায় দুটি ট্রলার নিয়ে শীতলক্ষ্যা,ধ্বলেশ্বরীও মেঘনার মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত সন্ধান চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ