Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার পতনের ওয়েব তৈরি হয়ে গেছে -জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, ম্যাসেজ এসেছে, সরকার পতনের ওয়েব (ঢেউ) তৈরি হয়ে গেছে। তারা আরো বলেন, ইতোমধ্যে সরকার বেসামাল হয়ে গেছে। আবল তাবল বকছে। বিভাগ ধ্বংস করার জন্য প্রধান মন্ত্রীর ইঙ্গিতে সরকার সমর্থক আইনজীবীরা আন্দোলনে নেমেছে। এই অবৈধ সরকার, অবৈধ পার্লামেন্ট নিয়ে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তারা বিচার বিভাগের উপর আক্রমণ করবে। গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তরা এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতি ভবনের উত্তর হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতির বক্তব্যে রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, আবদুর রকিব খান, আবেদ রাজা, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মনির হোসেন, মোহাম্মদ আলী, মির্জা আল মাহমুদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।এসময় বিএনপির সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জয়নুল আবেদীন বলেন, ম্যাসেজ এসেছে, সরকার পতনের ওয়েব (ঢেউ) তৈরি হয়ে গেছে যেহেতু এই পার্লামেন্ট অবৈধ তাই আমরা আইনজীবীরা এবং জনগণ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই অবৈধ সরকার, অবৈধ পার্লামেন্ট নিয়ে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তারা বিচার বিভাগের উপর আক্রমণ করবে। বিচার বিভাগ ধ্বংস করার জন্য শেখ হাসিনার ইঙ্গিতে সরকার সমর্থক আইনজীবীরা আন্দোলনে নেমেছে। আমরা বিচার বিভাগের পক্ষে থাকতে চাই। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার বেসামাল হয়ে গেছে। আবল তাবল বকছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেখানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অবস্থার কাছাকাছি এসেগেছেন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া বলেন, প্রধান বিচারপতির বাসায় সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মন্ত্রী দেখা করেছেন। এখন আবার প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা প্রধান বিচারপতির খাস কামরায় গিয়ে দেখা করেছেন। আদালতের রায়ের ব্যাপারে প্রধান বিচারপতির সাথে তারা এভাবে দেখা করতে পারেন না। তিনি বলেন, আপনারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একই অনুষ্ঠানে অংশ নিয়ে হাত মেলাতে পারেন। আর প্রধান বিচারপতি পাকিস্তানের প্রসঙ্গ টানলে মানতে পারেন না। এটা হতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ