Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাদ্রের তালপাকা গরম থাকবে বৃষ্টিপাতও

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ভাদ্রের তালপাকা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে প্রায় সারাদেশে। আবহাওয়া বিভাগ পূর্বাভাসে বলছে, প্রায় এক সপ্তাহজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কম কোথাও বেশিও হতে পারে বৃষ্টি। কেননা বর্ষার মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় আছে। ভাদ্রের গরম এবং বৃষ্টিপাত এই মওসুমের স্বাভাবিক আবহাওয়া। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পার্বত্য রাঙ্গামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.২ ও সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সে.। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে ৫৩ মিলিমিটার।
আবহাওয়া বিভাগ জানায়, ভারত থেকে বাংলাদেশ অবধি মৌসুমি বায়ুর একটি বলয় বিরাজ করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং এর পরের ৫ দিনের দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরম

২৭ জুলাই, ২০২১
২৮ মে, ২০২১
৩০ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ