Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের জন্য বরিশালের জামে এবাদুল্লাহ মসজিদে বিশেষ দোয়া

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : পবিত্র হজব্রত পালনের পূর্বে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দয়া ও রহমত কামনা করে বরিশালের জামে এবাদুল্লাহ মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের বন্যা কবলিত মানুষের নাজাতসহ নির্বিঘেœ আসন্ন ঈদ উল আজহা ও কোরবানী সম্পাদনে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে দোয়া মোনাজাত করা হয়। জামে এবাদুল্লাহ মছজিদের খতিব আলহাজ হজরত মাওলানা নুরুর রহমান বেগ ছাহেব হজ যাত্রীদের জন্যও দোয়া করেন। এসময় বরিশালের অগনিত মুসল্লীয়ান মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে মাগফিরাত ও রহমত কামনা করেন।
ছারছিনা দরবার শরিফের গদ্দিনশীন পীর ছাহেব হজরত মাওলানা মোহেব্বুল্লাহ ছাহেবের জেষ্ঠ ছাহেবজাদা মাওলানা শাহ আহমদ হোসাইন সহ পীর ছাহেবের জামাতা মাওলানা নুরুর রহমান বেগ ও তার একমাত্র পুত্র মির্জা গালিব এবারে হজব্রত পালন করছেন। আজ (শুক্রবার) সকালে সাউদিয়া এয়ারলাইন্স যোগ এ বুজুর্গানে দ্বীনগন জেদ্দার উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে। পবিত্র হজযাত্রার প্রক্কালে মাওলানা নুরুর রহমান বেগ সহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ