Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ প্লাজায় অসামাজিক কাজ বন্ধ চান ব্যবসায়ীরা

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর নন্দনকানন পুলিশ প্লাজার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রামের মেয়র, মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, অসামাজিক কার্যকলাপের কারণে পুলিশ প্লাজার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা সমাগম কমছে। ব্যবসায়ী এবং ক্রেতারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এতে করে ব্যবসায়ীরা মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগ করেও লোকসান গুনছেন। মার্কেটে বসে অলস সময় পার করছেন তারা। ব্যবসায়ীরা অভিযোগ করেন ওই মার্কেটের পাশেই রয়েছে মুসাফিরখানা মসজিদ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। আছে বেশ কয়েকটি স্কুলও। পুলিশ কমিশনারের কাছে দেয়া স্মারকলিপিতে বলা হয়, পুলিশ প্লাজার মতো একটি প্রতিষ্ঠানের আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাÐের ফলে পুলিশের ভাবমর্যাদা ক্ষুণœ হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ