বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ভোটার তালিকা হালনাগাদকরণ প্রক্রিয়ায় ভোটার হতে গিয়ে ইউপি চেয়ারম্যানের লোকদের হাতে পিটুনি খেয়ে বাড়ী ফিরেছে মনির মিয়া (২৪), খালেক মিয়া (২৩), রহমত উল্লাহ (২৮), ইদ্রিস মিয়া (৩৫)সহ ৮/১০জন গ্রামবাসী। গত বুধবার দুপুরে রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের সদাগরকান্দী গ্রামে চেয়ারম্যানের বাড়ীর আঙ্গিনায় এ ঘটনাটি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের মাঝেরচর গ্রামের লোকজন নরসিংদী প্রেস ক্লাবে গিয়ে এই অভিযোগ দায়ের করেছে। তারা জানিয়েছে, চানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার ২ বছর যাবত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান না। পরিষদের সকল কাজ তিনি তার নিজ বাড়ীতে বসে সম্পন্ন করেন। এবার ভোটার তালিকা হালনাগাদ করার কাজও তার বাড়ীর আঙ্গিনায় নিয়ে যায়। বুধবার দুপুরে ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১০/১২জন গ্রামবাসী চেয়ারম্যানের বাড়ীর আঙ্গিনায় স্থাপিত নির্বাচন অফিসের ক্যাম্পে নিজেদেরকে ভোটার তালিকায় ভূক্ত করার জন্য যায়। সেখানে চেয়ারম্যানের লোকজন তাদেরকে দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেখেও তাদেরকে ভোটার তালিকা ভূক্ত হবার সুযোগ দেয়নি। এসময় মেম্বার আব্দুল্লাহ আল মামুন এই ঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন মেম্বার মামুনসহ ১০/১২ জন লোককে মারধোর করে বিদায় করে দেয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেম্বার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিছু লোক ভূয়া জন্মনিবন্ধন নিয়ে ভোটার হতে আসে। এসব ভুয়া ব্যক্তিদেরকে ভোটার তালিকাভূক্ত হতে না দেয়ায় মেম্বার মামুন ও তার লোকেরা সুপারভাইজার মেহেদী মোল্লা ও পিয়ন রবিকে মারধোর করে। তারা নির্বাচন অফিসের ক্যামেরাও ভাঙচুর করে। এব্যাপারে তিনি ঘটনাটি লিখিতভাবে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসকে অবহিত করেছেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।