Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোরবানির বর্জ্য সংরক্ষণে সিটি কর্পোরেশন কর্তৃক সবুজ পলিব্যাগ সরবরাহের উদ্যোগ

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশন কোরবানীর বর্জ্য সংরক্ষণে সিটি কর্পোরেশন কর্তৃক সবুজ পলিব্যাগ সরবরাহের উদ্যোগ গ্রহণ করছে। আসন্ন ঈদ উল আজহা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ঈদ-উল আজহায় নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবেহকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণে কোরবানির পশুর বর্জ্য ঐদিন বিকেল থেকে শুরু করে রাতের মধ্যেই অপসারণে পরিচ্ছন্ন বিভাগকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। গতকাল রাসিকের উন্নয়ন ও সেবা কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল বিভাগীয় ও শাখা প্রধানদের সমন্বয়ে এক সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলে এসব কথা বলেন। তিনি বলেন, কোরবানীর বর্জ্য সংরক্ষণে সিটি কর্পোরেশন কর্তৃক সবুজ পলিব্যাগ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সবুজ, পরিচ্ছন্ন, স্মার্ট, পরিবেশবান্ধব মহানগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উন্নয়ন ও রাসিকের বিভিন্ন শাখার কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টিটো, প্যানেল মেয়র কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম, কাউন্সিলর মোসাঃ শাহনাজ বেগম শিখা, কাউন্সিলর মোঃ মনসুর রহমান, কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার, কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম মিলু, কাউন্সিলর মোঃ বেলাল আহমেদ, কাউন্সিলর মোঃ মনির হোসেন, কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু, রাসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা মুঃ গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী মোঃ নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, রাজস্ব কর্মকর্তা মোঃ আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ ইমতিয়াজ আহম্মেদ শিমুল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ