Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ সন্তুষ্ট না হলে খবর আছে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুদক কমিশনার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আগামী দুই মাসের মধ্যে সেবা প্রার্থী চট্টগ্রামের সাধারণ মানুষ ‘সন্তুষ্ট’ না হলে সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ‘খবর আছে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দিন আহমেদ। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম সার্কিট হাউজে গণশুনানি বিষয়ক মত বিনিময় সভায় অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।নাসির উদ্দিন আহমেদ বলেন, নভেম্বর মাসে সময় নিয়ে চট্টগ্রামের অফিসগুলো ভিজিট করব। শুরু করব মেডিকেল কলেজ দিয়ে। সেখানে সাধারণ মানুষের চলাচল বেশি। ওয়াসা বা আরও কিছু জায়গায় যেখানে সাধারণ মানুষের অংশীদারিত্ব আছে সেখানে যাব। আমরা ঘরে ঘরে যাব। সেম্পলিং করে দেখব। সে যেই হোক, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না দেখব। জনগণ সন্তুষ্ট হলে আমরাও সন্তুষ্ট। সাধারণ মানুষ যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনাদের খবর আছে। অল্প কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট (দৃষ্টান্তমূলক শাস্তি) যদি হয়, তাহলে পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, সরকারি অফিসে হাসি মুখ খুব কম দেখি। জানি কাজের খুব চাপ। কিন্তু জনগণের সাথে ভালো আচরণ করুন। আমরা উল্টো চোখ রাঙানি দিই। কিন্তু যখন পদে থাকবেন না, তখন কি হবে? একজন উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে আমি চিনি। তিনি বললেন, অবসরের পর বুঝি আসলে টাকা দিয়ে কাজ করাতে হয়। যৌথভাবে সভার আয়োজন করে দুদক, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি চট্টগ্রাম মহানগর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ