বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রামের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সদস্য নবী নেওয়াজ, মোঃ ইয়াহহিয়া, টিপু সুলতান, মোঃ ইয়াছিন আলী, কমিটি সচিব মোশতাক আহমদ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোজাহেদ হোসেন।
পরিদর্শনের আগে বিএফআরআইতে ‘বাঁশ চাষ, বাঁশের পণ্য উৎপাদন ও অন্যান্য গবেষণা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিএফআরআই পরিচালক ড. শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবিত হলেও প্রতিষ্ঠানটি লোকচক্ষুর অন্তরালে। এর প্রযুক্তিসমূহ ভোক্তাদের কাছে পৌঁছাতে হবে। তিনি বন গবেষণা ইনস্টিটিউটের জোরদারকরণ প্রকল্পের জন্য একশ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।