বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৭ গতকাল বৃহস্পতিবার ঢাকার বনানীস্থ নৌসদর দপ্তর সুইমিং পুলে সমাপ্ত হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার সমাপনী দিনে গতকাল সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্ট উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পাঁচদিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৬টি সোনা জয় করে শীষস্থান অর্জন করেছে। এছাড়াও নৌবাহিনী ১১টি রৌপ্য এবং ০৭টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ৭টি সোনা, ১২টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী চারটি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর, এসসিপিও(মিউজ) বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে মোট সাতটি স্বর্ণ পদক লাভ করে সেরা খেলোয়াড় বিবেচিত হন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সামরিক সদস্য উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।