Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দশকের সিনেমার গান নিয়ে নওশীন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

উপস্থাপিকা হিসেবেই শোবিজে পা রেখেছিলেন মিষ্টি হাসির নওশীন। তবে অভিনেত্রী হিসেবেই তিনি নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। নিয়মিতই অভিনয় করছেন। তবে মাঝেমধ্যে নিজের চিরচেনা জায়গাটিতে বিচরণ করেন তিনি। বসেন উপস্থাপিকার আসনে। কোরবানি ঈদ উপলক্ষে দীপ্ত টিভির জন্য সিনেমার গানের বিশেষ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি। আমাদের ছবি আমাদের গান শিরোনামের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তিন দিন সকাল ৮টায়। তিন দিনের প্রথম পর্বে সাজানো হয়েছে ২০১০-২০১৭ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে। দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে ২০০০-২০০৯ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে এবং তৃতীয় পর্ব সাজানো হয়েছে ১৯৯০-১৯৯৯ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে। তৃতীয় পর্বটি সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে উৎর্সগ করে সাজানো হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর সানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ