Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দফা দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারে বিসিক শিল্প নগরী ট্যানারিতে ছয় দফা দাবি আদায়ের লক্ষে দুই ঘন্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারিতে ‘ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন’ এর ব্যানারে বিভিন্ন চামড়া কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি বে-ট্যানারির সামনে থেকে শুরু হয়ে আমতলা গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে তাদের ছয় দফা- চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের আবাসন, হাসপাতাল, স্কুল, ক্যান্টিন ও ইউনিয়ন (সিবিএ) কার্যালয় থাকতে হবে। এছাড়া জরুরী কাজের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিকদেরকে অন্তবর্তী ভাতা প্রদান করার দাবী তুলে শ্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আগামী কোরবানী ঈদের আগে আমাদের দাবি মানতে হবে। দাবি না মানলে ঈদের পরে আমরা কঠোর কর্মসূচি দিব। এছাড়াও তিনি শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি না খেলতে ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান। সমাবেশ থেকে চামড়া শিল্প নগরীর সকল রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতেও ট্যানারি মালিকদের আহব্বান জানান। এসময় ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ