রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জে যুবলীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় জামিন পেয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির কার্যকরী সদস্য নজরুল ইসলাম আজাদ। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালতে আজাদ আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত হাজিরার শর্তে জামিন প্রদান করেন। আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, ঘটনাটি ২০১৪ সালের ৩০ নভেম্বর। কিন্তু ওই বছরের ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিবাদী নজরুল ইসলাম আজাদ ছিলেন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন। ফলে তাকে আসামি করাটাই ছিল উদ্দেশ্য প্রণেদিত। তাছাড়া বিবাদী এখন নিজেও অসুস্থ্য। এসব কারণে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। তাছাড়া এ মামলায় ৩৩ আসামীর মধ্যে ৩১জন ইতোমধ্যে জামিন পেয়েছেন। প্রসঙ্গত ২০১৪ সালের ৩০ নভেম্বর সরকার বিরোধী আন্দোলনের সময়ে সংঘর্ষে জড়ায় আ’লীগের লোকজন। ওই সংঘর্ষে আমজাদ মারা যান। পরে আমজাদ হোসেনের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে বিএনপির কর্মী সজীবকে প্রধান আসামি এবং বিএনপির বর্তমান সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, তাঁর ছোট রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।