Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে বন্যায় ভেসে গেছে ৫ শতাধিক খামারের মাছ

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে পর পর দু’দফা বন্যায় ভেসে গেছে ৫ শতাধিক মৎস্য খামারের মাছ। অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ১০ ইউনিয়ন প্লাবিত হয়। এতে পুকুর, ডোবা, খাল-বিলসহ মৎস্য খামারগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়। উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা যায়, এবারের দু-দফা বন্যায় ৪ শতাধিক মৎস্য খামার ও মালিকানাধীন ১৫০ খামারসহ ৫ শতাধিক মৎস্য খামার ভেসে যায়। ভেসে যাওয়া পোনা মাছের পরিমান প্রায় ৩৫ মেঃ টঃ। সংখ্যায় এর পরিমান প্রায় সাড়ে ৮ লাখ। এতে ক্ষয়ক্ষতির পরিমান দাড়িয়েছে ৭০ লাখ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মজিবর রহমান জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ