Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রামের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে ড্রামের ভিতর থেকে গত বুধবার সকালে মেজু আহমেদ (৩৬) নামে যুবকের লাশ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, উৎকট গন্ধের উৎস খুজতে গিয়ে এলাকার লোকজন সখিপুর-সাগরদিঘী সড়কের কচুয়া আজগরিয়া পাড়া এলাকায় সড়কের পাশে দুইটি কাঠের গুড়ি ভর্তি বস্তা ও একটি প্লাষ্টিকের ড্রাম দেখতে পেয়ে ড্রামের ঢাকনা খোলার পর একটিতে লাশ দেখতে পায়। অপর দু’টি ড্রামে কাঠের ভুষি ছিল। মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা ড্রামটি ফেলে রেখে চলে যায়। লাশের পরনে বাদামী রঙের প্যান্ট ও গায়ে কালো রঙের হাফ শার্ট ছিল। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাঁওপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে মেজু আহমেদ। পারিবারিক সূত্রে জানা যায়, মেজু দীর্ঘদিন যাবৎ আশুলিয়া জামগড়া মধ্যপাড়া আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে বাইপাইল এলাকায় পোল্ট্রি ব্যবসা করতো। গত ২০ আগষ্ট রোববার দুপুরে ব্যাংকে ডিডি করার কথা বলে বাসা থেকে বের হয়। ২৩ আগষ্ট বুধবার সকালে টাঙ্গাইলের সখিপুর কচুয়া এলাকায় ড্রামে মেজু আহমেদের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাকছুদুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ