রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : গত ১০/১২ দিনের টানা বর্ষণে যানবাহনের চাকার ঘর্ষণে চাটখিল-সোনাইমুড়ি মহাসড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রচন্ড ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চালকেরা। যানবাহন চালক ও যাত্রীরা জানান, গত গত ১০/১২ দিন থেকে চাটখিল-সোনাইমুড়ি এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। এতে চাটখিল-সোনাইমুড়ি মহাসড়কে চলাচলকারী প্রায় ২ শতাধিক বাস ও ৫ শতাধিক সিএনজি যানবাহনের চাকার ঘর্ষণে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার থেকে সোনাইমুড়ির বজরা বাজার পর্যন্ত মহাসড়ক ঘুরে বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত দেখা গেছে। তবে দশঘরিয়া বাজারে প্রায় ৩০০ ফুট সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। এসব অংশে প্রায় ৬/৯ ইঞ্চি পর্যন্ত গর্তের গভীরতা সৃষ্টি হয়েছে। চাটখিল বাজার থেকে হালিমা দিঘীর পাড়, কাচারী বাজার, জয়াগ বাজার পর্যন্ত প্রায় ৩ কি. মি. সড়ক ও সোনাইমুড়ির বাংলা বাজার, বজরা বাজারে গর্তের সৃষ্টি হয়েছে। অসংখ্য গর্তের কারণে যান চলাচল ধীরগতি হওয়ায় সময় বেশি লাগছে এবং যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। মোটরসাইকেল চালক ডাঃ নুর হোসেন পলাশ বলেন, অত্র এলাকায় অনেক বড় বড় নেতা ও কর্মকর্তা থাকার পরও এসব দেখার যেন কেউ নেই। জননী সার্ভিসের চালক নুর আলম বলেন, এসব গর্তে পড়ে বাসের স্প্রিং ভেঙ্গে গাড়ির অনেক ক্ষতি হচ্ছে। লেগুনা চালক আবদুল মালেক বলেন, এ ভাঙ্গা সড়কে চাকা গর্তে পড়ের গাড়ির স্প্রিং ও চাকার অনেক ক্ষতির কারণে ২০ মিনিট পথ তখন ৪০ মিনিট লাগে। চাটখিল সড়ক ও জনপথের অফিসে দুই দিন গিয়েও কোন অফিসারকে পাওয়া যায়নি। এ ব্যাপারে চাটখিল সড়ক অফিসের কার্য সহকারী আবু সুফিয়ান বলেন, এখানে নতুন অফিসার যোগদান করেছেন, মাত্র একদিন এখানে এসেছেন। তারা জেলা শহরে থাকেন, তার নাম ও মোবাইল নাম্বার জানা হয়নি। এ ব্যাপারে সড়ক ও জনপথের জেলা অফিসের টিএন্ডটি নাম্বারে বার বার চেষ্টা করেও তারা টেলিফোন ধরেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।