রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ে এক যোগে লাখো কন্ঠে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে শপথ পাঠ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার ৫টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সহ তদুর্দ্ধ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এক যোগে এই শপথ বাক্য পাঠ করেন। স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান এই শপথ বাক্য পাঠ করান। পঞ্চগড় জেলা প্রশাসন এই ব্যতিক্রমধর্মী শপথ বাক্য পাঠের এই আয়োজন করে। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে জেলা ৩৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী এক যোগে এই শপথ বাক্য পাঠ করেন। এছাড়াও নার্সিং ইনস্টিটিউট, পিটিআই, টিটিসি, হোমিও কলেজ ও আয়ুর্বেদ কলেজের ছাত্র-ছাত্রীরা নিজ নিজ প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন। তবে বোদা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পঞ্চগড়-ঢাকা মহা সড়কে তিন কিলোমিটার এলাকায় মানব প্রাচীর সৃষ্টি করে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠের সময় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ পঞ্চগড় সরকারি বিপি উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।