Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে শপথ

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ে এক যোগে লাখো কন্ঠে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে শপথ পাঠ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার ৫টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সহ তদুর্দ্ধ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এক যোগে এই শপথ বাক্য পাঠ করেন। স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান এই শপথ বাক্য পাঠ করান। পঞ্চগড় জেলা প্রশাসন এই ব্যতিক্রমধর্মী শপথ বাক্য পাঠের এই আয়োজন করে। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে জেলা ৩৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী এক যোগে এই শপথ বাক্য পাঠ করেন। এছাড়াও নার্সিং ইনস্টিটিউট, পিটিআই, টিটিসি, হোমিও কলেজ ও আয়ুর্বেদ কলেজের ছাত্র-ছাত্রীরা নিজ নিজ প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন। তবে বোদা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পঞ্চগড়-ঢাকা মহা সড়কে তিন কিলোমিটার এলাকায় মানব প্রাচীর সৃষ্টি করে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠের সময় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ পঞ্চগড় সরকারি বিপি উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ