Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : বরগুনার বেতাগী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকাল সাড়ে ৯টার দিকে শহরের সেন্টু মার্কেটের সামনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। এসময় বক্তব্য দেন আব্দুল মালেক, মারুফুল হক, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, রোখসানা আরমানি, কামাল উদ্দিন, গোলাম হামিদ, আব্দুল্লাহ আল ফারুক, তোজাম্মেল হক জামিল প্রমুখ। বক্তারা বলেন, স্বামীকে আটকে রেখে প্রকাশ্য দিবালোকে শ্রেণিকক্ষে একজন শিক্ষিকাকে ধর্ষণের ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা কোন দেশে বাস করছি! মনে হয় দেশে কোন প্রশাসন নেই, বিচার নেই। আসামিরা এখনো গ্রেফতার হয়নি। আমরা আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ