রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের ডালিম্বা, চকশ্যাম ও থিয়ট গ্রামের ৫ শতাধিক বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পেঁচুলিয়া গ্রামের পলাশতলী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, দোঁগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম।
জয়পুরহাটে শিক্ষক সমাবেশ
পাঠদান অনুমতি স্বীকৃতপ্রাপ্ত স্কুল কলেজ মাদ্ররাসার চাকুরীস্থায়ী ও জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট আল হেরা একাডেমী স্কুল এন্ড কলেজে জেলা শিক্ষকর্মচারী ঐক্য জোট আয়োজিত সমাবেশে সভাপত্বি করেন একাডেমীর অধ্যক্ষ সুলতান মুহাম্মদ সামসুজ্জামান। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ সামসুল হক, সমতির সভাপতি অধ্যক্ষ মুনজুরুল ইসলাম, ঐক্য জোটের যুগ্ম মহাসচিব হাফিজুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদের মোঃ আজিজুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।