Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বসুন্ধরা গ্রুপ জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। গত মঙ্গলবার উলিয়া বাজার নৌঘাটে দিনব্যাপী উপজেলার নোয়ারপাড়া,সাপধরী,চিনাডুলী ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্ত ১২শ’ পরিবারের মাঝে ত্রান বিতরণ করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, বিস্কুট, ১ ডজন ম্যাচ, মোমবাতি, ঔষধ, স্যালাইন, শাড়ি ও লুঙ্গি রয়েছে। ত্রাণ পেয়ে নোয়ারপাড়া ইউনিয়নের আইড়মারী গ্রামের ষাটোর্ধ্ব মাহা আলম বলেন, আমরা আজকেই পত্তম পাইলাম। দুইদিন খাইতে পামু, আনপেগড়ে দুয়া করি, আল্লা আনপেগো বালা করুক। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিন ও এনটিভি স্টাফ রিপোটারর্স ও জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু, সাবেক চেয়ারম্যান, মশিউর রহমান বাদল, বাংলাদেশ প্রতিদিন ময়মনসিংহ ব্যুরো চিফ ও নিউজ টুয়েন্টিফোর বিভাগীয় প্রতিনিধি সৈয়দ মাসুদুর রহমান নোমান, এফএম রেডিও ঢাকা প্রতিনিধি শামিম আহম্মেদ, দৈনিক কালেরকন্ঠ জামালপুর প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী ও শুভ সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ