রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে তার ছেলের বসতঘর ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, নবীপুৃর ইউনিয়ন আ’লীগের সাবেক সেক্রেটারী মিয়াজী বাড়ির প্রবীন আ’লীগ নেতা মাস্টার মুজিবল হকের বাড়িতে বুধবার গভীর রাতে হামলা চালিয়ে তার ছেলে নুরুল আফসার প্রকাশ জাহাঙ্গীরের বসতঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। নুরুল আফসার জানায়, তিনি চাকুরীর সুবাধে ঢাকায় অবস্থান করায় এলাকার দুস্কৃতিকারীরা শত্রæতা বসত তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে ওই ভাঙচুর চালিয়েছেন বলে তার ধারণা। বিষয়টি স্থানীয় একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এর আগেও গত জুন মাসে আরো একবার একই ধরণের হামলা ভাঙচরের ঘটনা ঘটেছিলো। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বিষয়টি মিমাংসা করে দিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।