Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সজিবের চিকিৎসায় সাহায্যের আবেদন

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকার ডিমশহর গ্রামের হতদরিদ্র মজিবর রহমানের শিশু ছেলে সজিব (৬)। শৈশব থেকেই দুরন্তপনা শিশুটি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। তার অসহায় গরিব বাবা-মা সর্বস্ব দিয়ে ছেলের চিকিৎসা করে এখন প্রায় নিঃস্ব। তার হৃদযন্ত্রের ভাল্বগুলো নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার জীবন রক্ষার্থে অতিদ্রæত অস্ত্রপচারের প্রয়োজন। অর্থাভাবে এখন শিশু সজিবের যথাযথ চিকিৎসা করতে না পারায় সে এখন সংকটাপন্ন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে ব্যবস্থা করা একেবারেই অসম্ভব। 

তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, বৃত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট শিশু সজিবের চিকিৎসার জন্য সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন হতদরিদ্র পরিবার। সকলের বাড়িয়ে দেওয়া হাত ধরে শিশু সজিব বেঁচে উঠবে এমনি প্রত্যাশা করছেন অসহায় বাবা-মা।
সাহায্য পাঠানোর ঠিকানা-
হাফিজার মাস্টার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
দুপচাঁচিয়া শাখা, বগুড়া
হিসাব নং- ৫৬১
বিকাশ- ০১৭১২-৩৮৮১৭৬ (পার্সোনাল)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ